রাঙ্গাবালীতে খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস রাঙ্গাবালী উপজেলা শাখার উদ্যোগে পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ জুন বৃহস্পতিবার দুপুর ১২ টায় বাহেরচর থানা রোড সাবেক স্যাপ বাংলাদেশ অফিসের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিস রাঙ্গাবালী শাখার সভাপতি মাওলানা মো. মহিউদ্দিন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোবারক হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় শুরা সদস্য আলহাজ্ব মো. মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেট্রোরেলের ডিজিএম মীর মোহাম্মদ জসিম উদ্দিন।
এতে বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের রাঙ্গাবালী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মৌলভী আবদুর রউফ , উপদেষ্টা মাওলানা মুহাম্মদ ইলিয়াসুর রহমান, সহ-সভাপতি মিজানুর রহমান, হাতিয়া ইমাম সমিতির সাবেক সভাপতি মাওলানা বাদশা মিয়া, কাছিয়া বুনিয়া আছমতিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হারুন আর রশিদ প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন