বিতর্কিত পোস্টার ছড়ানোর অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

বাউফলের নাজিরপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের সদস্য হারুন অর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফেসবুকে বিতর্কিত পোস্টার প্রকাশের অভিযোগে সোমবার (৮ জুন) রাতে তাকে পটুয়াখালীর বাউফল উপজেলার বড় ডালিমা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।×
মঙ্গলবার তাকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম।×
পুলিশ সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে বাড়ি ফিরেই হারুন অর রশিদ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্টার প্রকাশ করেন। সেখানে ‘ফ্যাসিস্ট হাসিনা’, জাতির পিতা শেখ মুজিবুর রহমান এবং স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতার ছবি ব্যবহার করা হয়, যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
বিষয়টি পুলিশের নজরে আসার পর দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
 
				 
					 
					



আপনার মন্তব্য লিখুন