পবিপ্রবিতে ওয়াল ধ্বসে শ্রমিকের মৃত্যু

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে( পবিপ্রবি) ওয়াল ধ্বসে রাফি নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার(২৮মে) দুপুর সাড়ে বারেটার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এ ঘটনা ঘটে। মৃত্যু রাফি দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জব্বার খানের ছেলে।
জানাগেছে রাফি প্রতিদিনের ন্যায় সকালে পবিপ্রবি তে পানির লাইনের (প্লাম্বিং) এর কাজ করতে গিয়ে উপরের ওয়াল ধ্বসে মাথার উপরে পড়ে চাপা পরে ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দিলে বেলা দুইটার দিকে উদ্ধার করে দুমকি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন ।
পটুয়াখালী ভায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের প্রধান দেওয়ান মো. রাজিব জানান, দেয়ালটি অরক্ষিত ছিলো এবং দেয়ালে ব্যহৃত নির্মাণ সামগ্রী যথেষ্ট দূর্বল ছিলো যে কারণেই উপর থেকে দেয়ালটি ধ্বসে পরে।
এবিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান আমির বিল্ডার্সের সত্ত্বাধিকারী আমির হোসেনে জানান, তিনি বিষয়টি জেনেছেন। নিরাপত্তা সামগ্রী ছাড়া কাজ করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমাদের প্রতিষ্ঠানের যেমন দায়ভার রয়েছে তেমনি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের দায়ভার রয়েছে।
পবিপ্রবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইউনুছ শরীফের ব্যক্তিগত নাম্বারে যোগাযোগ করলে তিনি পরে কথা বলবেন বলে জানিয়েছেন।
দুমকি থানার এসআই সজিব জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় একজন নির্মাণ শ্রমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ থানায় নিয়ে আসা হয়েছে। মৃতের নির্ভরযোগ্য অভিভাবকের সাথে আলাপ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
পবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ড. ইখতিয়ারউদ্দিন জানান, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button