নাবালক উপদেষ্টারা জুলাই ঐক্য নষ্ট করেছে : নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বর্তমানে উপদেষ্টা পরিষদকে বিতর্কিত করছে ও জুলাই ঐক্য নষ্ট করেছে নাবালক উপদেষ্টারা। এদের এখনই সরান না হলে ভয়াবহ সংকটে পড়বে দেশ। এখনই যদি অভিজ্ঞদের নিয়ে উপদেষ্টা পরিষদকে ঢেলে সাজান না হয় যা হবার তাই হবে।

- বিজ্ঞাপন -

শুক্রবার (২৩ মে) বিকাল তিনটায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গোলচত্বর এলাকায় গণঅধিকার পরিষদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

নুর বলেন, বিএনপির এক নেতা নাকি আমাদের সমাবেশে যারা আসবে তাদের মামলা দেওয়া হবে বলে সমাবেশে আসতে বাধা দিয়েছেন। আমি তাদের হুঁশিয়ারি করে বলতে চাই, গণঅধিকার পরিষদ আওয়ামী লীগের কুতুবদের হিসাব করে কথা বলেনি আপনাদেরও হিসাব রাখব না- বাধ্য করলে। বিএনপির হাইকমান্ডকে বলবো তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। এ এলাকায় চাঁদাবাজি-দখলবাজি কারা করছে এর সব খবর মানুষ জানেন।

তিনি বলেন, ৫ তারিখের পর গণঅধিকার পরিষদ একটি টাকাও চাঁদাবাজি করেনি, দখলবাজি করেনি। আপনারা যারা এসব করছেন আপনারা সঠিক পথে আসুন।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button