সাদ্দাম মালকে ছাত্র অধিকার পরিষদ নেতার আইনি নোটিশ

একটি নাটকে আপত্তিকর দৃশ্য প্রচারের অভিযোগ এনে কুয়াকাটা মাল্টিমিডিয়া ও বরিশালের আঞ্চলিক ভাষার জনপ্রিয় অভিনেতা সাদ্দাম মালকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
এই নোটিশ পাঠিয়েছেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সহ-সম্পাদক রবিউল আউয়াল অন্তরের পক্ষে আইনজীবী জেড এম কাওছার। অভিগযোকারী অন্তর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের বাসিন্দা এবং অভিনেতা সাদ্দাম মাল একই উপজেলার কুয়াকাটা পৌরসভার বাসিন্দা।
নোটিশে দাবি করা হয়েছে, নোটিশদাতা দুর্নীতিবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এবং চলতি বছরের ৬ ফেব্রুয়ারি রজপাড়া এলাকায় দুর্বৃত্তদের হাতে অপহরণের শিকার হন। এ বিষয়ে কলাপাড়া থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে, যা তদন্তাধীন রয়েছে।
আইনি নোটিশে আরও বলা হয়, অপহরণের ঘটনার পর কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন ও সংবাদ সম্মেলনে অংশ নেন রবিউল। এরপর কুয়াকাটা মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘রেষা রেষি’ নাটকে ২ মিনিটের একটি দৃশ্যের মাধ্যমে তাঁর চরিত্র হননের অপচেষ্টা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।
নোটিশে দৃশ্যটিকে “আপত্তিকর” আখ্যা দিয়ে বলা হয়েছে, এটি ব্যক্তিগত, সামাজিক ও পারিবারিকভাবে নোটিশদাতাকে ক্ষতিগ্রস্ত করেছে। ১৫ কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এ বিষয়ে কনটেন্ট নির্মাতা সাদ্দাম মাল বলেন, ‘আমরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে উদ্দেশ্য করে নাটকের গল্প তৈরি করি না। আমাদের গল্পগুলো কাল্পনিক। কেউ যদি নিজেকে গল্পের চরিত্রের সঙ্গে মেলাতে চান, সেটি তাঁর নিজস্ব অনুভূতি।’
তিনি আরও বলেন, ‘আমরা সব সময় চেষ্টা করি সমাজে ইতিবাচক বার্তা দিতে এবং সুস্থ বিনোদন নিশ্চিত করতে।’
অন্যদিকে কুয়াকাটা মাল্টিমিডিয়ার পরিচালক শুভ কবির বলেন, ‘সাদ্দাম মাল আমাদের প্রতিষ্ঠানের কেউ নন। “রেষা রেষি” নাটকটি আমাদের প্ল্যাটফর্মে প্রকাশিত হয়নি। এ বিষয়ে অভিযোগকারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।’




আপনার মন্তব্য লিখুন