পটুয়াখালীতে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক ও বালিকা খেলা উদ্বোধন

“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে জেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক ও বালিকা খেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

- বিজ্ঞাপন -

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ তারেক হাওলাদার। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বখতিয়ার রহমান। সঞ্চালনায় ছিলেন মৌকরন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন চন্দ্র দাস এবং মহিলা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাহমিদা আমবেরীন।

উদ্বোধনী খেলায় গলাচিপা উপজেলা দল মির্জাগঞ্জ উপজেলা দলকে ট্রাইব্রেকারে ৩-১ গোলে পরাজিত করে। টুর্নামেন্টে পটুয়াখালী জেলার আটটি উপজেলার বালক ও বালিকা দল অংশগ্রহণ করেছে।

এ সময় উপস্থিত ছিলেন ফুটবল রেফারি এসোসিয়েশনের আবুল হাওলাদার, রেজাউল করিম, জলিলুর রহমান, ইরতেজা হাসান এবং মো. তারেক। সার্বিক দায়িত্বে ছিলেন সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শারীরিক শিক্ষক সাইদুল হক আজাদ, আবদুল হাই বিদ্যানিকেতনের সুলতান আহমেদ, ক্রীড়া সাংবাদিক ইসলামপুর বায়তুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন।

- বিজ্ঞাপন -

আজকের দিনে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বখতিয়ার রহমান।

শিক্ষা, ক্রীড়া ও তারুণ্যের সংমিশ্রণে আয়োজিত এই টুর্নামেন্ট তারুণ্যের সম্ভাবনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।

আপনার মন্তব্য লিখুন

- Google -
Back to top button