সাংবাদিক ও এলাকাবাসীর নামে মিথ্যা মামলা হয়রানি বিরুদ্ধে মানববন্ধন।

মু: জহিরুল ইসলাম চয়ন

- বিজ্ঞাপন -

পটুয়াখালী জেলার গলাচিপা থানার ডাকুয়া ইউনিয়ন ২ নং ওয়ার্ডের ঘটনা স্থানে গিয়ে জানা যায় ০১.৪.২৫ তারিখে থানায় জিটি/ অভিযোগ করেন মোঃ নাসির মাঝি। ১.০৪.২৫ তারিখ তার রান্নাঘরে রাত ২টা ৪৫ মিনিটে আগুন লাগায় তা কে বা কারা লাগাইছে জানিনা। থানাকে জানানো প্রয়োজন তাই অভিযোগ করলাম।
তার কিছুদিন পরে ০৮.০৪.২৫ তাং কোহিনুর বেগম এবং নাসিরের ভাবি বাদী হয় থানায় মামলা করেন ০২.০৪.২৫ তাং তার রান্না ঘরে রাত ২ টা ৩০মি সময় আগুন লাগায় আসামিদেরকে ১ নং সাক্ষী নাসির উদ্দিন দেখতে পায়। আসামিরা হলে ১.সাংবাদিক রানা ২. ফারুক প্যাদা (যুগ্ন আহব্বক , স্বেচ্ছাসেবক দলের) ৩.অশোক গাইন (কলেজের শিক্ষক) ৪. আসিফ মাঝি (বাদীর আপন নাতী) ৫. ফজলু মৃধা। বাদীর বাড়ির প্রতিবাসী ৪নং সাক্ষী মুখের থেকে জানা যায় রান্না করে আগুন লাগছে কেউ দেখতে পায় নাই এবং কোন ডাক চিক্কার শোনা যায়নি। নাসির মাঝি এবং কোহিনুর আপন দেওর ভাবি। মামলার সাক্ষীরা হলে ১মোঃ নাসিম মাঝি ২.আশিক মাঝি ৩. মনিরুল ইসলাম . ৪.লাল মিয়া মাঝি। ১নং২নং ৩নং সাক্ষী বাড়িতে থাকেনা বাদী কোহিনুর বেগম তারা খারাপ প্রকৃতির লোক প্রতি বছর ছুটিতে বাড়িতে আসে এবং তারা আশেপাশে মানুষদের জমি দখল করে । জমি বিক্রি করতে না চাইলে মামলা দিয়ে হয়রানি করে। ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত এ মামলার আসামিদের বিরুদ্ধে ১০-১২টি মামলা দিয়েছে এবং তাদেরকে অনেকবার মারধর করেছে এবং তাদের কিছু জায়গা দখল করে নিয়েছে জোর করে। জমি দলিল নিয়েছে কোন টাকা দেয়নি। তাই এবার ঈদে এসে নিজের রান্না ঘরে নিজেরা কেরোসিন ঢেলে এলাকাবাসীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে জমি লিখে না দিলে আরো মামলা দিবে এবং বাঁচতে দিবে না এলাকা ছাড়া করবে এরকম হুমকি দিচ্ছে। তার এক ভাই বাহাউদ্দিন সোহেল লন্ডন থাকে বিএনপির মিথ্যা পরিচয় দিয়ে প্রভাব খাটিয়ে হুমকি দিচ্ছে এবং জমি লিখে না দিলে অনেক হয়নি মামলা করবে। আসামিদের বিরুদ্ধে আগে পরে অনেক মিথ্যা মামলা দিয়েছে এবং আসামিদের পরিবারে লোককে মারধর করেছে। আগুন দিয়েছে তা দেখছে কিনা ১ নং সাক্ষীর কাছে জানতে চাইলে তাইলে তিনি বলেন আমি কার ফেস দেখেনি কে আগুন দিয়েছে আামি জানিনা।আগুন দিয়েছে দেখছেন কিনা বাদীর কাছে জানতে চাইলে?তিনি বলেন আমি দেখি নাই আমার দেওর নাসির মাজী দেখছে।
তাই এলাকাবাসী মিলে গলাচিপায় UNO অফিসের সামনে থানার সামনে মানববন্ধন ও মিছিল করেছে।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button