For Advertisement

‘আমার একটাই দোষ আমি গরিব, স্বেচ্ছায় জীবন ত্যাগ করলাম’

১৭ মে ২০২৫, ৯:৪১:১৫

আর্থিক অসচ্ছলতার কথা চিরকুটে লিখে আত্মহত্যা করেছেন মো. কাওসার হোসেন (১৮) নামে এক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৫ মে) রাত ১০টার দিকে পটুয়াখালী বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে তার দাফন সম্পন্ন হয়েছে।

নিহত মো. কাওসার হোসেন মদনপুরা ইউনিয়নের মৃত. শাহ আলম মৃধার ছেলে। বাউফল সরকারি কলেজ থেকে ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কাজের সন্ধানে রাজধানীতে পাড়ি জমান। বেশ কিছুদিন ধরে চেষ্টা করেও কাজ যোগাতে না পেরে তিনি হতাশাগ্রস্ত ছিলেন।

বাউফল সরকারি কলেজের শিক্ষার্থীরা জানান, বুধবার (১৪ মে) রাতে ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার পাশে পাওয়া চিরকুটে লেখা ছিল— ‘আমার একটাই দোষ আমি গরিব। আমি কাউকে কোনো দোষ দিচ্ছি না, নিজের ইচ্ছায় জীবন ত্যাগ করলাম।’
 
পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় তার মরদেহ ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পড়ে ছিল। আর্থিক অসচ্ছলতার কারণে নিহতের মা মরদেহ আনতে ব্যর্থ হয়। পরে বিষয়টা জানার পরে বাউফল উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ মরদেহ গ্রামে পৌঁছানোর ব্যবস্থা করেন এবং দাফনকাজের ব্যবস্থা করেন। তার মৃত্যুতে এলাকায় ও শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বশার তালুকদার বলেন, ‘কাওসার পড়াশোনায় ভালো ছিল, আর্থিক অনটনে মানসিক চাপে ভুগছিল। তার অকাল মৃত্যুতে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা গভীরভাবে শোকাহত।’

মৃত্যুকালে কাওসার হোসেন বৃদ্ধ মা, স্ত্রী ও এক ভাই রেখে গেছেন।

For Advertisement

Unauthorized use of news, image, information, etc published by দৈনিক আমাদের পটুয়াখালী is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

Comments: