সাবেক এমপি হেলেন ও দুই ছেলের বিদেশগমনে নিষেধাজ্ঞা

পটুয়াখালী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেনের বিদেশগমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাঁর দুই ছেলে তাজ হোসেন তালুকদার ও মাহিন হোসেন তালুকদারও এই নিষেধাজ্ঞার আওতায় আছেন।

- বিজ্ঞাপন -

সদর থানায় করা মামলার তদন্ত কর্মকর্তা মো. খায়রুল আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইমরান আহমেদ এই আদেশ দেন।

পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মজিবুর রহমান টোটন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মামলায় ২৮ মে পুলিশ প্রতিবেদন পাওয়ার জন্য দিন ধার্য আছে। মামলার তদন্ত কর্মকর্তা খায়রুল এই মামলার পলাতক আসামিদের বহির্গমন রোধে আদালতে আবেদন করেছিলেন।

উল্লেখ, সরকারি কম্বল আত্মসাতের অভিযোগে ১০ ফেব্রুয়ারি সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে হেলেন ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে মামলা হয়।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button