কুয়াকাটা সৈকতে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু

কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে ডেউয়ের তোড়ে রাজেশ কুমার পাল (৪০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।শনিবার (১০ মে) সকাল সাড়ে ১০টার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে ভাই ভাগ্নিপতি সহ চারজনের সাথে গোসল করতে নেমে এই দূর্ঘটনার কবলে পড়ে তিনি মৃত রাজেশ রাজশাহীর পুটিয়া এলাকার নামাজপুরের শারা পালের সন্তান। তিনি পরিবার ও বন্ধুসহ তিনজন সদস্যর সাথে শুক্রবার কুয়াকাটায় বেড়াতে এসে হোটেল সাগরনীড়ে অবস্থান করেন বলে জানিয়েছেন রাজেশের দুলাভাই কমল কুমার পাল।
কমল আরো জানান, গোসল করার এক পর্যায়ে আমরা উঠতেছি এর মধ্যে ওর ভগ্নিপতি সাথে ছিল দেখছি টেনে উপরে উঠাচ্ছে। পরে আমরা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতা নিয়ে তাৎক্ষনিকভাবে হাসপাতালে নিয়ে আসি। কুয়াকাটা ২০ শষ্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কুয়াকাটা ২০ শষ্যা বিশিষ্ট হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ জানান, তার আত্মীয়রা হাসপাতালে নিয়ে আসলে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখি যে তাঁকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন। পরে আমরা থানা পুলিশকে খবর দেই।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, সৈকতে নিখোঁজ সংবাদ পাওয়ার সাথে সাথে দায়িত্বরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পরে সৈকতের একজন ফটোগ্রাফার ও স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে তৎক্ষনাৎ হাসপাতালে নিয়ে আসা হয়। ডাক্তার তাঁকে মৃত্যু ঘোষণা করে। উর্ধতন কতৃপক্ষের সাথে কথা বলছি পরবর্তীতে আইনানুসারে ব্যবস্থা নেয়া হবে।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button