মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজে ছাত্রলীগের প্রচার সম্পাদকই এখন ছাত্রদলের প্রচার সম্পাদক

এক সময় ছিলেন কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক। এখন একই কলেজে ছাত্রদলের কমিটিতেও ঠিক একই পদে! এমন ঘটনাই ঘটেছে পটুয়াখালীর মহিপুর থানার মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজে।
ছাত্রলীগের সাবেক নেতা সাকিব আল হাসান রাফির নাম এখন ছাত্রদলের নতুন কমিটিতেও আছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা।

- বিজ্ঞাপন -

জানা গেছে, গত ৬ মে রাতে কলেজ শাখা ছাত্রদলের ১০ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়। এতে মো. রবিউল ইসলাম সভাপতি এবং আসিবুল হক সাধারণ সম্পাদক হন। কমিটির নবম সদস্য হিসেবে ‘প্রচার সম্পাদক’ পদে রাখা হয় সাকিব আল হাসান রাফিকে। যিনি এর আগে ছাত্রলীগের কমিটিতেও ছিলেন প্রচার সম্পাদক।
এই কমিটির অনুমোদন দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ।

তবে এখানেই শেষ নয়। অভিযোগ উঠেছে, কমিটির সভাপতি রবিউল ইসলামও একসময় কলেজ ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে অংশ নিয়েছেন। তার কিছু ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে।
বিষয়টি নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। কলেজ ও থানা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা দাবি করেছেন, ত্যাগী ও আদর্শবান কর্মীদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে।

বুধবার কুয়াকাটা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি রাইসুল ইসলাম রুপু বলেন, ‘এই কমিটিতে যারা বছরের পর বছর ছাত্রদলের রাজনীতি করেছে, তাদের মূল্যায়ন হয়নি। একটা পক্ষ চক্রান্ত করে বিতর্কিত লোকজনকে বসিয়েছে। আমরা এই কমিটি বাতিলের দাবি জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির নতুন সভাপতি রবিউল ইসলামও। তিনি বলেন, ‘ফেসবুকে যে ছবিগুলো ছড়ানো হয়েছে, সেগুলো আমাকে দিয়ে জোর করে তোলা হয়েছিল। আমি অনেক আগে থেকেই ছাত্রদলের সঙ্গে যুক্ত। এসব ছবি আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ।’

জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ বলেন, ‘আমাদের কাছে এমন অভিযোগ এসেছে। কেউ কেউ বলছে এই রাফি সেই রাফি না। তবে পুরো বিষয়টি আমরা খোঁজ খবর নিচ্ছি। যদি এমন হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

- বিজ্ঞাপন -

 

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button