কলাপাড়ায় রাজনীতিতে চমক: সাবেক এমপি মোস্তাফিজুর রহমান ইসলামী আন্দোলনে যোগদান।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রাজনৈতিক অঙ্গনে নতুন মোড় নিয়েছে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন।

গত ৬ মে (মঙ্গলবার) তিনি শতাধিক নেতাকর্মীসহ ইসলামী আন্দোলনের আমির মাওলানা সৈয়দ মো. ফয়জুল করিমের হাতে হাত রেখে দলে যোগ দেন। বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, অধ্যাপক মোস্তাফিজুর রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (১১৪) আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘হাতপাখা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button