For Advertisement

বাউফলে দুর্বৃত্তের আগুন গোয়াল ঘরের গরু-ছাগলসহ অর্ধশত হাঁস-মুরগি পুরে ছাই

৫ মে ২০২৫, ৩:৫০:৫১

বাউফলে নিজাম উদ্দিন নামের এক শ্রমিকের গোয়ালঘরে দুর্বৃত্তের আগুনে গবাদি পশুসহ অর্ধশত হাঁস মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রবিবার (৪ মে) রাতে কেশবপুর ইউপির মমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিজাম উদ্দিন পেশায় একজন রিক্সা চালক।
নিজাম উদ্দিন অভিযোগ করে বলেন, ঘটনার দিন মধ্যরাতে বসতঘর সংলগ্ন গোয়াল ঘরে গবাদি পশুর ডাক শুনে দরজা খুলে বের হতেই আগুন দেখতে পান। এরপর ডাকচিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে নেয়ার আগেই গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়।
কোনমতে তাদের বসতঘরটি রক্ষা করা গেলেও পুড়ে ছাই হয়ে যায় গরু, ছাগলসহ অর্ধশতাধিক হাঁস মুরগি। এ সময় গবাদি পশুগুলো বাঁচাতে গিয়ে তার মুখমন্ডল, পায়ের পাতাসহ শরীরের কয়েক স্থানে ঝলসে যায় । পরিবারের অন্য সদস্যরা জানায়, এর আগে তাদের বসতঘরে একাধিকবার চুরির ঘটনা ঘটে। এবার অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। এঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারউজ্জামান সরকার বলেন, “কোন অভিযোগ পাইনি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

For Advertisement

Unauthorized use of news, image, information, etc published by দৈনিক আমাদের পটুয়াখালী is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

Comments: