কলাপাড়ায় মাছের ঘের থেকে শিশুর মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে মাছের ঘের থেকে ফাহিম (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

- বিজ্ঞাপন -

সোমবার দুপুর ১২ টার দিকে লোন্দা গ্রামে মাছের ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়। সে ওই লোন্দা গ্রামের মো.শাহিন হাওলাদারের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় একটি সূত্রে জানা গেছে, ফাহিম বাড়ীর সবার অগোচরে তাদের মাছের ঘেরের পাড়ে খেলতে গিয়ে সে ঘেরের পানিতে পড়ে ডুবে যায়। পরে অনেক খোঁজা খুঁজির পর স্থানীয়রা ঘের থেকে তার লাশটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button