For Advertisement

নতুন পরিচয়ে ওমর সানী

২৬ এপ্রিল ২০২৫, ১:১৭:৫৬

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের দর্শকপ্রিয় নায়ক ওমর সানী। অভিনয়ে আগের মতো নিয়মিত নন। সর্বশেষ তাকে ‘ডেডবডি’ সিনেমায় দেখা গেছে। বর্তমানে নিজের নানারকম ব্যাবসায়ীক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছেন। এবার নতুন আরেকটি পরিচয়ে হাজির হলেন এই অভিনেতা। সম্প্রতি ‘গোল্ডস্যান্ডস গ্রুপ’-এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

ওমর সানী বলেন, গোল্ডস্যান্ডস গ্রুপে অ্যাডভাইজার হিসেবে যুক্ত হয়েছি। গুলশানের অফিসে নিয়মিত বসছি। আশা করছি, ভালো কিছু হবে।

চলচ্চিত্রে অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও, সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার ইচ্ছে থেকেই নতুন দায়িত্ব গ্রহণ করেছেন বলেও জানান ওমর সানী।

সুখবর দিলেন হিমি, অভিনন্দন জানালেন নিলয়
ব্যক্তিজীবনে চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে ঘর বেঁধেছেন। বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজেও সম্পৃক্ত ওমর সানী। তার এই নতুন যাত্রা ভক্তদের মাঝে নতুন আগ্রহ ও কৌতূহল তৈরি করেছে।

ওমর সানী ১৯৯২ সালে নুর হোসেন বলাই পরিচালিত ‘এই নিয়ে সংসার’ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর ‘চাঁদের আলো’, ‘দোলা’, ‘আখেরি হামলা’ এবং ‘মহৎ’সহ একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন।

For Advertisement

Unauthorized use of news, image, information, etc published by দৈনিক আমাদের পটুয়াখালী is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

Comments: