সাদাকে সাদা আর কালোকে কালো বলতে পারলে, দেশের অপসংস্কৃতি দূর হবে: জামায়াত আমির

সাদাকে সাদা আর কালোকে কালো বলতে পারলে দেশের অপসংস্কৃতি দূর হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান।
রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউটে জামায়াতে ইসলামী দক্ষিণের প্রীতি সমাবেশে তিনি বলেন, অপসংস্কৃতির বিকাশ নয় বিলুপ্তি চায় জামায়াত।
অনুষ্ঠানে অংশ নিয়ে গোবীন্দ্র চন্দ্র প্রামাণিক অভিযোগ করেন, বিগত সরকার সনাতন ধর্মাবলম্বীদের জিম্মি করে রাজনৈতিক ফায়দা হাসিল করেছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের বিভিন্ন পর্যায়ের নেতারা।




আপনার মন্তব্য লিখুন