For Advertisement

আন্ধারমানিক বাঁচাতে কলাপাড়ায় মানববন্ধন

২৩ এপ্রিল ২০২৫, ৮:৫৫:২০

‘পরিচ্ছন্ন সবুজ পৃথিবী গড়তে নবায়নযোগ্য জ্বালানি বিস্তারে সম্মিলিত প্রয়াসের আহ্বান আমাদের শক্তি, আমাদের পৃথিবী’ এই স্লোগানে কলাপাড়ায় বিশ্ব ধরিত্রী দিবস-২০২৫ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ইলিশের অভয়াশ্রম আন্ধারমানিকসহ সকল নদী-খাল, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বানে মঙ্গলবার দুপুরে আন্ধারমানিক নদীর তীরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’, পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’র যৌথ আয়োজনে প্রায় এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন পরিবেশপ্রেমী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময় বক্তব্য রাখেন পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, নজরুল ইসলাম ও নাজমুস সাকিব প্রমুখ। বক্তারা বলেন, আন্ধারমানিক নদী দখল ও দূষণ থেকে রক্ষার জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। তাঁরা নদীতীরের সকল অবৈধ স্থাপনা ও ইটভাঁটি অপসারণের দাবি জানান।

For Advertisement

Unauthorized use of news, image, information, etc published by দৈনিক আমাদের পটুয়াখালী is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

Comments: