১২ সদস্যের ‘শৃঙ্খলা কমিটি’ গঠন এনসিপির

১২ সদস্যবিশিষ্ট ‘শৃঙ্খলা কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

- বিজ্ঞাপন -

রোববার (২০ এপ্রিল) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে এ কমিটি গঠন করা হয়।

কমিটি গঠনের চিঠিতে বলা হয়, দলের সদস্যদের আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের তদন্তের জন্য আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে ‘শৃঙ্খলা কমিটি’ গঠন করা হলো।

কমিটির প্রধান: অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন

সদস্য: 
১. ডা: তাজনুভা জাবীন
২. অর্পিতা শ্যামা দেব
৩. অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা
৪. মীর আরশাদুল হক
৫. ফারহাদ আলম ভূঁইয়া
৬. অ্যাডভোকেট আলী নাছের খান
৭. আকরাম হোসেন (রাজ)
৮. আরমান হোসাইন
৯. মো: আব্দুল্লাহ আল ফয়সাল
১০. সানাউল্লাহ খান
১১. সাইয়েদ জামিল

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button