আজহারীর মাহফিল মাঠ পরিদর্শনে এসপি

প্রথম বারের মতো পটুয়াখালীতে আসছেন আন্তর্জাতিক ইসলামী স্কলার ড. মিজানুর রহমান আজহারী। আগামী ২৫ জানুয়ারী পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে মহাগ্রন্থ আল-কুরআন থেকে তাফসীর পেশ করবেন তিনি।
মিজানুর রহমান আজহারীর মাহফিলকে কেন্দ্র করে পটুয়াখালীতে প্রস্তুত করা হচ্ছে ১০ টি মাঠ। ১০ লাখ মানুষের উপস্থিতিকে টার্গেট করে জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাও।
বৃহস্পতিবার বিকেলে মাহফিল মাঠ ও আশাপাশের এলাকা পরিদর্শন করেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ। এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান, সদর থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ ও ট্রাফিক ইন্সপেক্টর মাহবুব ইসলাম সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
ঐতিহাসিক এ তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান মাঠ ঝাউতলা সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন। এছাড়াও ডিসি স্কয়ার মাঠ, ডিসি বাংলো মসজিদ মাঠ, লতিফ স্কুল মাঠ ও হাজী আক্কেল আলী হাওলাদার কলেজ মাঠ সহ ১০টি মাঠ প্রস্তুত করা হচ্ছে। এসব মাঠে থাকবে ৫০ টি এলইডি ডিসপ্লে। যার মাধ্যমে খুব সুন্দরভাবে মাহফিল দেখতে পারবেন লাখ লাখ দর্শক। মা-বোনদের জন্য লতিফ স্কুল ও হাজী আক্কেল আলী হাওলাদার মাঠে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
বিপুল সংখ্যক মানুষের স্যানিটেশনের সুবিধা নিশ্চিত করার জন্য তৈরি হচ্ছে ১২০০ অস্থায়ী টয়লেট। দেশের বিভিন্ন স্থান থেকে আগত গাড়ি পার্কিংয়ের জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে।
আপনার মন্তব্য লিখুন