হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে তামিম

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। বুকে তীব্র ব্যথার কারণে তড়িঘড়ি করে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ককে।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই খবর নিশ্চিত করেছেন।
সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে সোমবার শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয়েছে তামিমের মোহামেডান। খেলা শুরুর আগে নির্ধারিত সময়ে টসও করেন অধিনায়ক।
পরে আর ফিল্ডিংয়ে নামতে পারেননি তামিম। খেলা শুরুর আগেই বুকে ব্যথা অনুভব করায় বিকেএসপির কাছেই বেগম ফজিলাতুন্নেসা হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
সেখান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনার পরিকল্পনা করা হলেও আপাতত সেটি সম্ভব হচ্ছে না বললেন টিটু।
“তামিমের অবস্থা আপাতত তেমন ভালো মনে হচ্ছে না। ঢাকায় হাসপাতালে নেওয়ার জন্য মাঠে হেলিকপ্টার আনা হয়েছে। কিন্তু হেলিকপ্টারে নেওয়ার অবস্থা নেই। তাই সাভারেই চিকিৎসা চলছে।”
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি জানিয়েছেন, তামিমের শারীরিক অবস্থা কিছুটা গুরুতর। আপাতত হৃদরোগ বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তামিমকে। অবস্থার কিছুটা উন্নতি হলেই তাকে ঢাকায় নিয়ে আসা হবে।




আপনার মন্তব্য লিখুন