পটুয়াখালী পর্যন্ত ছয় লেন মহাসড়ক ও বরিশাল পর্যন্ত রেললাইনের পরিকল্পনা

মো: আল-আমিন, স্টাফ করেসপন্ডেন্ট, আমাদের পটুয়াখালী: নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ভাঙ্গা থেকে পটুয়াখালী পর্যন্ত ছয় লেনের মহাসড়ক নির্মাণ করা হবে। ইতোমধ্যে জমি অধিগ্রহণ প্রক্রিয়ার একটি অংশ সম্পন্ন হয়েছে, বাকিগুলো ধাপে ধাপে শেষ করা হবে।

- বিজ্ঞাপন -

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত রেললাইনের ডিপিপি অনুমোদিত হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ প্রাথমিকভাবে বরিশাল পর্যন্ত কাজ করবে। তবে বরিশাল থেকে পটুয়াখালী পর্যন্ত রেললাইন নির্মাণে বিপুল অর্থের প্রয়োজন হবে, এজন্য পরিকল্পনাটি চূড়ান্ত হতে আরও দুই থেকে তিন বছর সময় লাগতে পারে। তার দায়িত্বকালেই যেন এ পরিকল্পনা অনুমোদিত হয়, সে বিষয়ে তিনি অগ্রাধিকার দিচ্ছেন।

তিনি আরও জানান, ডিসেম্বরের মধ্যে বাবুগঞ্জ ও মুলাদীর আড়িয়াল খাঁ নদের ওপর মীরগঞ্জ ফেরির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। পাশাপাশি অক্টোবরের মধ্যেই বরিশাল নগরের বাসিন্দাদের জন্য নদীর পানি পরিশোধন করে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ভোলার গ্যাস নিয়ে স্থানীয়দের ক্ষোভ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “ভোলার বাসিন্দারা এখনো গ্যাস পাচ্ছে না। রাতে কেউ অসুস্থ হলে ভোলা থেকে বরিশালে আনা কষ্টসাধ্য হয়ে পড়ে।” এজন্য উদ্যোক্তাদের সর্বাধুনিক সুবিধাসম্পন্ন দুটি অ্যাম্বুলেন্স দেওয়ার আহ্বান জানান তিনি।

- বিজ্ঞাপন -

এ ছাড়া বরিশালের খাল রক্ষণাবেক্ষণে বিআইডব্লিউটিএর যন্ত্রপাতি ব্যবহার করা হবে। হিজলা-মেহেন্দিগঞ্জে নদীভাঙন রোধে ৮১০ কোটি টাকার প্রকল্প অনুমোদনের পথে রয়েছে, শীত মৌসুমেই কাজ শুরু হতে পারে।

শিক্ষা খাতে বরিশালের হাতেম আলী কলেজ ও বিএম কলেজে বরাদ্দ এসেছে, ভবিষ্যতে আরও বড় বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন উপদেষ্টা।

পুরোনো ঐতিহ্য সংরক্ষণের প্রসঙ্গে তিনি বলেন, “ইউরোপে এখনো নদীতে পুরোনো স্টিমার চালু রয়েছে, কিন্তু বরিশালে সেগুলো ভেঙে ফেলা হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে বরিশালে নতুন একটি স্টিমার ঘাট নির্মাণ হচ্ছে। অক্টোবরের মাঝামাঝি প্যাডেল চালিত স্টিমার আনার পরিকল্পনা রয়েছে।”

এ ছাড়া বরিশালে বিপিএলের একটি খেলা আয়োজনের ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, খেলোয়াড়দের বিআইডব্লিউটিসির স্টিমারে করে আনা-নেওয়া এবং আপ্যায়নের ব্যবস্থা থাকবে।

 

 

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button