কম্বল আত্মসাতের ঘটনায় সাবেক এমপি কাজী হেলেনের নামে মামলা

পটুয়াখালীতে সরকারি কম্বল ও ক্রীড়াসামগ্রী আত্মসাতের অভিযোগে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে।

- বিজ্ঞাপন -

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিফাত কবির খান বাদী হয়ে গত সোমবার রাতে সদর থানায় মামলাটি করেন।

মামলার বাকি দুই আসামি হলেন হেলেনের ছেলে পটুয়াখালী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজ হোসেন তালুকদার এবং পটুয়াখালী পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহিন হোসেন তালুকদার। হেলেন জেলা মহিলা লীগের সভাপতি।

মামলা সূত্রে জানা গেছে, আসামিরা সরকারি ২ হাজার ২০০ কম্বল ও ক্রীড়াসামগ্রী বিতরণ না করে বাসায় মজুত করে রাখেন।

এ তথ্যের ভিত্তিতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চন্দন করসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা ওই বাসায় গেলে সেখানে তা আর পাননি।

- বিজ্ঞাপন -

পরে খবর পাওয়া যায় পৌরসভার ডাম্পিং জোনসংলগ্ন ছাইচ্চার খালের পাশে কিছু সামগ্রী ফেলে রাখা হয়েছে। সেখানে উপজেলা প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে ২৫টি কম্বল, তিন জোড়া ক্রিকেট প্যাড ও দুটি হেলমেট জব্দ করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহম্মেদ  বলেন, বিশেষ ক্ষমতা আইনে মামলা নেওয়া হয়েছে। পুলিশ এ বিষয় তদন্ত করে প্রয়োজনীয় আইগত পদক্ষেপ নেবে।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button