কুয়াকাটার উপকূলে জেলেদের জালে ধরা পড়লো তিনটি বিরল পাখি মাছ

 

- বিজ্ঞাপন -

আবুল হোসেন রাজু, কুয়াকাটা : পটুয়াখালীর কুয়াকাটা উপকূলে জেলেদের জালে এবার ধরা পড়েছে তিনটি বিরল প্রজাতির পাখি মাছ, যা স্থানীয়ভাবে “গোলপাতা মাছ” নামে পরিচিত। এ মাছ মূলত “সেইল ফিস” নামে আন্তর্জাতিকভাবে পরিচিত এবং সাধারণত গভীর সমুদ্রেই দেখা মেলে।

গত বৃহস্পতিবার গভীর সাগরে মাছ ধরার সময় এফবি আল্লাহর দোয়া নামের একটি ট্রলারে থাকা জেলে আবু সালেহ মাঝির জালে ওঠে মাছ তিনটি। কুয়াকাটা সমুদ্রতীর থেকে প্রায় ১৭০ কিলোমিটার গভীরে ইলিশ ধরার সময়ই এই মাছ ধরা পড়ে বলে জানিয়েছেন তিনি।

মাছগুলো সোমবার (১৪ জুলাই) বিকেলে কলাপাড়ার আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হলে সেগুলো এক নজর দেখতে ভিড় করে বহু উৎসুক মানুষ।

তিনটি মাছের ওজন ছিল প্রায় ৩৫ কেজি। তবে স্থানীয় বাজারে এসব মাছের চাহিদা কম থাকায় মাছগুলো নিলামের মাধ্যমে মোট ২৩ হাজার টাকায় বিক্রি হয়।
সাফা ফিসের স্বত্বাধিকারী চয়ন একটি মাছ ৪০০ টাকা কেজি দরে ১৪ হাজার টাকায় কিনে নেন। বাকি দুটি মাছ কিনে নেন আরেক ব্যবসায়ী সাদ্দাম হোসেন, মোট ৯ হাজার টাকায়।

- বিজ্ঞাপন -

স্থানীয় ব্যবসায়ী সালাউদ্দিন জানান, বর্ষা মৌসুমেই সাধারণত এ ধরনের মাছ ধরা পড়ে। তবে অনেকে মাছটি চেনেন না বা খান না বলে বাজারে দাম তুলনামূলকভাবে কম।
তিনি আরও বলেন,
“ঢাকা ও কক্সবাজারে এ মাছের চাহিদা অনেক বেশি। স্থানীয়ভাবে কম দাম পেলেও বড় শহরে ভালো দামে বিক্রি করা যায়।”

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান,
“পাখি মাছ সাধারণত গভীর সমুদ্রেই বিচরণ করে। আবহাওয়া অনুকূলে থাকলে এসব মাছ তীরে আসার সম্ভাবনা কম। তবে সাম্প্রতিক সময়ে বঙ্গোপসাগরে এর উপস্থিতি কিছুটা বেড়েছে, যদিও তা এখনও খুব সাধারণ নয়।”

তিনি আশা প্রকাশ করেন, চলতি মৌসুমে বড় আকারের ইলিশ ছাড়াও জেলেদের জালে আরও বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়বে।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button