পটুয়াখালীতে সদর জামায়াতের মাসিক রোকন বৈঠক অনুষ্ঠিত, জাতীয় সমাবেশ সফল করতে প্রস্তুতির আহ্বান জেলা আমীরের

পটুয়াখালী সদর উপজেলা জামায়াতে ইসলামীর মাসিক রোকন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর এ্যাড. মো. নাজমুল আহসান।
বৈঠকে তিনি আগামী ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করতে রোকনদের সর্বাত্মক প্রস্তুতির আহ্বান জানান।
তিনি বলেন,“এই সমাবেশ হবে ইসলামী আন্দোলনের একটি নতুন দিগন্ত উন্মোচনের দিন। সকল রোকন ও নেতা-কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী এবারের জাতীয় নির্বাচনে ইসলামী মূল্যবোধভিত্তিক জোটের মাধ্যমে অংশগ্রহণ করবে এবং ইনশাআল্লাহ গণভোটের মাধ্যমে ক্ষমতায় আসবে। ”নির্বাচনকে ঘিরে সম্ভাব্য সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক করে জেলা আমীর বলেন, “যারা নির্বাচনে বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টি করতে চায়, তাদের প্রতিহত করার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে এবং পুরো বিষয়টি সংগঠনের পক্ষ থেকে পরিকল্পিতভাবে মোকাবিলা করতে হবে।
”তিনি জণগণের ভোটাধিকার নিশ্চিত করার ওপর জোর দিয়ে বলেন, “এই নির্বাচন হবে জনগণের। তাই জনগণের অধিকার রক্ষায় আমাদের জীবন দিয়ে হলেও পাশে থাকতে হবে ইনশাআল্লাহ।”সভায় তিনি আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করেন এবং আল্লাহর সাহায্য কামনার মাধ্যমে আলোচনা শেষ করেন।
সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি আবু সাইদ। বিভিন্ন ইউনিয়নের রোকনবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন