পবিপ্রবিতে রিজেন্ট বোর্ডের ৫৬তম সভা অনুষ্ঠিত

 

- বিজ্ঞাপন -

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রিজেন্ট বোর্ডের ৫৬তম সভা আজ (রবিবার) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ভাইস-চ্যান্সেলর ও রিজেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। সভা সঞ্চালনা করেন সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন।

সভা শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর সদ্য প্রয়াত ল্যাংগুয়েজ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রফেসর ও রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্য ড. মোঃ জিল্লুর রহমানের মৃত্যুতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের (অব.) প্রফেসর ড. মোঃ জহির উদ্দীন, কীটতত্ত্ব বিভাগের (অব.) প্রফেসর ড. খন্দকার শরীফুল ইসলাম, ফিজিওলজি বিভাগের প্রফেসর ড. নাজিম আহমাদ, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী, পবিপ্রবির কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড আইটি বিভাগের প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ইনোভা আইটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ শরফুদ্দিন, পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জসীম উদ্দিন এবং বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মতিউর রহমান।

- বিজ্ঞাপন -

সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক, প্রশাসনিক ও উন্নয়নমূলক বিষয়ের ওপর আলোচনা হয় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button