বৃহস্পতিবার ২২ মে, ২০২৫

For Advertisement

৭ দাবিতে জুলাই ঐক্যের আল্টিমেটাম, পূরণ না হলে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচির হুঁশিয়ারি

২০ মে, ২০২৫ ২:২০:০১

আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বর্তমানে কর্মরত ৪৪ জন আমলা ও ৫১ জন ম্যাজিস্ট্রেটের তালিকা প্রকাশ করেছে ‘জুলাই ঐক্য’। মঙ্গলবার (২০ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়।

এ সময় এসব আমলা ও ম্যাজিস্ট্রেটদের বাধ্যতামূলক অবসরে পাঠানোসহ ৭ দফা দাবিও জানিয়েছে ৮০টি সংগঠনের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্মটি। সেই সঙ্গে আগামী ৩১ মে’র মধ্যে দাবি আদায় না হলে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

জুলাই ঐক্যের সংগঠক এবি জোবায়ের বলেন, আমাদের দাবি আদায়ে আমরা সরকারকে ৩১ মে পর্যন্ত সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে আমাদের দাবি আদায় না হলে আমরা ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো। প্রয়োজনে দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি দেব।

এর আগে লিখিত বক্তব্যে সাত দফা দাবি তুলে ধরেন জুলাই ঐক্যের সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। তাদের দাবিগুলো হলো-

১. আগামী ৩১ মে’র মধ্যে তালিকায় উল্লিখিত সন্ত্রাসী দল আওয়ামী লীগের দোসরদের বাধ্যতামূলক অবসর দিতে হবে;

২. তিন সরকারি কর্ম দিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করে দৃশ্যমান কাজের অগ্রগতি দেশের জনগণকে দেখাতে হবে;

৩. দেশের তথ্য পাচারকারী ছাত্র-জনতার বুকে গুলি চালানো, নির্দেশকারী এবং সহযোগিতাকারী সব আমলা ও প্রশাসনের কর্মকর্তাদের পরিবারসহ সবার ব্যাংক হিসাব ও অবৈধ সম্পদ জব্দ করতে হবে।

৪. স্বৈরাচারের দোসর আমলা ও প্রশাসনের কর্মকর্তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে;

৫. আগামী ৩৬ জুলাইয়ের (৫ আগস্ট) মধ্যে এখন পর্যন্ত চিহ্নিত স্বৈরাচারের দোসরদের শ্বেতপত্র সরকারি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে;

৬. আইনের ১৩২ ধারার কারণে থানায় খুনি পুলিশদের নামে মামলা নেওয়া হয় না;

৭. আগামী ৩১ মে’র মধ্যে এ ধারা বাতিল অথবা সংশোধন করতে হবে এবং আগামী ৩১ মে’র মধ্যে সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ করতে হবে, তারা এখন কোথায় আছে এবং কতজন কার সহযোগিতায় দেশ ছেড়েছে তাদের তালিকাও প্রকাশ করতে হবে।

পরবর্তীতে কালচারাল ফ্যাসিস্ট, শিক্ষাঙ্গন, চিকিৎসাঙ্গন, আইনাঙ্গন এবং গণমাধ্যমসহ বিভিন্ন সেক্টরে থাকা স্বৈরাচারের দোসরদের তালিকাও প্রকাশ করা হবে বলে জানানো হয়।

Unauthorized use of news, image, information, etc published by দৈনিক আমাদের পটুয়াখালী is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.


Comments:

Latest

For Advertisement

প্রকাশক: মাহমুদ হোসাইন
সম্পাদক : সিকদার জোবায়ের হোসেন।   স্বত্বাধিকারী : পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন।    

Developed by RL IT BD