“২০০৯ সালে বিএনপি মাত্র ২৯ আসন পেয়েছিলেন। ভোটকেন্দ্র দখল না হলে এবার ৫০ আসনের বেশি পাবে না।”

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বরিশাল অঞ্চল টিম সদস্য অধ্যাপক মুহম্মদ শাহ আলম বলেছেন, “ভোটকেন্দ্র দখল না হলে বিএনপি এবারের নির্বাচনে ৫০ আসনের বেশি পাবে না।”

- বিজ্ঞাপন -

তিনি বলেন, “আপনার নেতাদেরকে বলুন—বিএনপি কর্তৃক যদি একটি সিংগেল ভোটকেন্দ্রও দখল হয়, তাহলে ওই আসনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হোক। এই ঘোষণা দেয়ার সৎ সাহস কি তাদের আছে? ২০০৯ সালে আপনারাও মাত্র ২৯ আসন পেয়েছিলেন—এ ইতিহাস জনতা জানে। তাই ২০২৪-পরবর্তী বাংলাদেশকে আগের সাথে তুলনা করবেন না।”

১৬ আগস্ট (শনিবার) বিকেলে গলাচিপার গজালিয়া ইউনিয়নের চরচন্দ্রাইল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানিদের খোঁজখবর নিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এসময় অধ্যাপক শাহ আলম ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। তিনি বলেন, জামায়াত সবসময় দুর্যোগ ও বিপদে মানুষের পাশে ছিল এবং থাকবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তাসহ পুনর্বাসনের উদ্যোগ নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button