১৯ জুলাই ঢাকার সমাবেশ সফল করতে পটুয়াখালীতে সদর উপজেলা যুব জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আসন্ন ১৯ জুলাই ঢাকায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচিকে সফল করতে পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় আয়োজিত এ সভায় ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

- বিজ্ঞাপন -

প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর নাজমুল আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি শহিদুল ইসলাম কায়সারি, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আন নাহিয়ান, জেলা জামায়াতের অর্থ সম্পাদক নজরুল ইসলাম সোহাগ ,জেলা যুব জামায়াতের সভাপতি রফিকুল ইসলাম বাসার এবং সাধারণ সম্পাদক আবু সাইদ।

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মাও: শহিদুল ইসলাম।

বক্তারা বলেন, ১৯ জুলাইয়ের কেন্দ্রীয় সমাবেশ হবে দেশের ইসলামপন্থীদের অধিকার আদায়ের সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই কর্মসূচিকে সফল করতে পটুয়াখালী সদর উপজেলা থেকে শতভাগ প্রস্তুতি নিয়ে অংশগ্রহণ করা হবে।

তারা আরও বলেন, রাজনৈতিক সংকট ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে জামায়াত যে ভূমিকা পালন করছে, তা দেশের মানুষ ইতোমধ্যে উপলব্ধি করতে শুরু করেছে। তরুণ সমাজকে ইসলামী আন্দোলনের ধারায় সম্পৃক্ত করতে সবাইকে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।

- বিজ্ঞাপন -

সভায় সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সাংগঠনিক প্রস্তুতি তুলে ধরেন এবং ঢাকামুখী সফরের রূপরেখা নিয়ে আলোচনা করেন।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button