১৮ বছর পর গ্রেপ্তার ‘গুডু আরিফ’

সাব্বির সরদার , স্টাফ রিপোর্টার:

- বিজ্ঞাপন -

পটুয়াখালী সরকারি কলেজ রোডে সংঘটিত একটি আলোচিত হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আরিফুর রহমান ওরফে ‘গুডু আরিফ’কে ১৮ বছর পর গ্রেপ্তার করেছে পটুয়াখালী থানা পুলিশ।

পটুয়াখালী সদর থানা সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানের মাধ্যমে রাজধানীর আশুলিয়া থানাধীন মাছের আরত, পল্লীবিদ্যুৎ এলাকার একটি স্থায়ী বসতি থেকে তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে থেকে বাপ্পী নাম ধারণ করে ছদ্মবেশে বসবাস করছিলেন। নিজের পরিচয় গোপন রাখতে নিজের হাতে ‘বাপ্পী’ নামের ট্যাটু পর্যন্ত করিয়েছিলেন।

পুলিশ জানায়, গত ২০০৯ সালে পটুয়াখালী সরকারি কলেজ রোড এলাকায় সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় (মামলা নং: জিআর ৫৬৫/০৯, ধারা: ৩৬৪/৩০২/২০১/৩৪ পেনাল কোড) আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

এছাড়া তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলায় (জিআর নং ৫৪৩/১১, পটুয়াখালী) তিন বছরের কারাদণ্ড দেন আদালত।

- বিজ্ঞাপন -

গ্রেফতারকৃত আরিফুর রহমানকে স্থানীয়ভাবে ‘গুডু আরিফ’ বা ‘সন্ত্রাসী আরিফ’ নামেই চিনতো এলাকাবাসী। বিভিন্ন সময়ে গোপনে পটুয়াখালীতে এসেও আবার রাতের আঁধারে ঢাকা বা আশেপাশে গা ঢাকা দিতেন বলে জানিয়েছে পুলিশ।

পটুয়াখালী সদর থানা ওসি বিষয়টি নিশ্চিত করে জানান, “আসামিকে আদালতে হাজির করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button