১৪ জুলাই পটুয়াখালীতে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের পদযাত্রা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত দেশব্যাপী “জুলাই পদযাত্রা” কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৪ই জুলাই পটুয়াখালীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পদযাত্রা। এতে অংশ নিবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন এবং হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তাসনিম জারা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এই কর্মসূচিকে সফল করতে শুক্রবার (৫ জুলাই) বিকেলে পটুয়াখালী শহরের মল্লিকা রেস্তোরাঁয় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন।
এসময় তিনি বলেন, “দেশে জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায্য দাবির প্রশ্নে জাতীয় নাগরিক পার্টি সর্বদা সোচ্চার। জুলাই মাসজুড়ে দেশের প্রতিটি প্রান্তে জনগণের সঙ্গে পদচারণাই এনসিপির মূল লক্ষ্য। দেশ গড়ার সংগ্রামে আমরা জনগণের পাশে থাকতে চাই। ১৪ জুলাইয়ের পটুয়াখালী পদযাত্রাও সেই ঐক্যবদ্ধ প্রচেষ্টার অংশ।”
প্রস্তুতিমূলক সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জনগণের দুঃখ-কষ্টের কথা শুনতেই এনসিপির এ কর্মসূচি। তাই সর্বস্তরের জনগণকে এ পদযাত্রায় সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।
সভায় স্থানীয় নেতারা জানান, ১৪ জুলাইয়ের পদযাত্রা সফল করতে মাঠ পর্যায়ের কর্মী ও সমর্থকদের নিয়ে এলাকাভিত্তিক প্রচারণা, লিফলেট বিতরণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার কার্যক্রম শুরু হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (১ জুলাই) থেকে শুরু হওয়া এই ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয় রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। এরপর বিভিন্ন জেলায় ধারাবাহিকভাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নেতৃত্বে পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।
আপনার মন্তব্য লিখুন