১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

রোববার দিবাগত রাতের দিকে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা বিশেষ সতর্ক বার্তায় এসব তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে আসা দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে করে নৌপথে চলাচল কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
ঝড়ো হাওয়ার সম্ভাবনার কারণে দেশের ১১টি অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অঞ্চলগুলো হলো—ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট।
এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ দেশের বিভিন্ন অঞ্চলে দিনের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে, তবে রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।




আপনার মন্তব্য লিখুন