হোটেলগুলোতে গেস্টদের ডাটাবেইজ ও এনআইডির কপি রাখা বাধ্যতামূলক

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হোটেল ও রিসোর্টগুলোতে গেস্টদের ডাটাবেইজ সংরক্ষণ ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি রাখা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি সৈকতের পরিবেশ সংরক্ষণ, ময়লা-আবর্জনা অপসারণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কুয়াকাটাকে নান্দনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
এই বিষয়গুলো নিয়ে সোমবার (১০ নভেম্বর)
বিকেল ৫টায় কুয়াকাটা পৌরসভা মিলনায়তনে বিচ ম্যানেজমেন্ট কমিটি ও কুয়াকাটা পৌর সভার
এর যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব কাউছার হামিদ।
সভাপতিত্ব করেন কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, হোটেল খান প্লেসের এমডি রাসেল খান, স্থানীয় হোটেল ম্যানেজার, রেস্তোরাঁ মালিক ও বিভিন্ন স্টেকহোল্ডাররা।
সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক রাস উৎসবে বিপুল পর্যটকের আগমনে সৈকতের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা জমে নোংরা পরিবেশ সৃষ্টি হয়েছে। দ্রুত অভিযান চালিয়ে এসব অপসারণসহ সৈকতের সৌন্দর্য ফিরিয়ে আনা হবে।
এছাড়া, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হোটেল কর্তৃপক্ষকে প্রতিটি গেস্টের তথ্য, জাতীয় পরিচয়পত্রের কপি ও মোবাইল নম্বর সংরক্ষণে নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন,
সৈকতের সৌন্দর্য রক্ষা এবং যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। হোটেল কর্তৃপক্ষদের আইডি যাচাই ও তথ্য সংরক্ষণে কঠোর থাকতে হবে।
সভায় কুয়াকাটাকে পরিচ্ছন্ন, নিরাপদ ও দৃষ্টিনন্দন পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানানো হয়।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button