সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর প্রবাসী রফিকুল ইসলাম নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের প্রবাসী রফিকুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। তিনি ছোটবিঘাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আজিজ হাওলাদারের মেজো ছেলে।
নিহতের সহকর্মী ইউসুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সৌদি আরবের স্থানীয় সময় রবিবার দিবাগত রাত ১২টার দিকে রিয়াদের জমজম ইসরা রোডে এ দুর্ঘটনা ঘটে। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই রফিকুল ইসলামের মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা যায়, পরিবারের স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে ২০২৩ সালে সৌদি আরবে পাড়ি জমান রফিকুল ইসলাম। সেখানে তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। প্রবাস জীবনের কষ্ট আর পরিশ্রমের মধ্যেও পরিবারের জন্য ভালো ভবিষ্যতের আশায় দিন কাটাচ্ছিলেন তিনি।
রফিকুল ইসলামের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে ছোটবিঘাই ইউনিয়নে শোকের ছায়া নেমে আসে। পরিবার ও স্বজনদের মাঝে চলছে হৃদয়বিদারক মাতম। একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার।




আপনার মন্তব্য লিখুন