সাবেক এম.পি মোয়াজ্জেম হোসেন’র ২৩ তম মৃত্যুবার্ষিকী আজ

পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা কমান্ডার ও কেন্দ্রীয় সমবায় মার্কেটিং সোসাইটির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের ২৩তম মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার (২৬ মার্চ)।

- বিজ্ঞাপন -

বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোয়াজ্জেম হোসেন ১৯৬৮ সালে পাকিস্তান এয়ারফোর্সে যোগ দেন। কিন্তু ১৯৭১ সালে দেশমাতৃকার ডাকে সাড়া দিয়ে ৯ নম্বর সেক্টরে মেজর জলিলের নেতৃত্বে মুক্তিযুদ্ধে যোগ দেন। আমতলী ও কলাপাড়া থানায় মুক্তিবাহিনী গঠনের মাধ্যমে তিনি মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলাপাড়া পৌর শহরের বিভিন্ন মসজিদ, এতিমখানা এবং জন্মস্থান ধুলাসার ইউনিয়নসহ মহিপুর থানা মসজিদে কোরআনখানী ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া, ঢাকার বঙ্গবাজার মসজিদ ও মাদ্রাসাতেও তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

- বিজ্ঞাপন -

২০০২ সালের ২৬ মার্চ, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের সময় খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বীর মুক্তিযোদ্ধা।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button