সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ব্যক্তি আটক

 

- বিজ্ঞাপন -

স্টাফ রিপোর্টার :
পটুয়াখালীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে মো. শরীফুল ইসলাম বিপ্লব (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) সকালে সদর উপজেলার স্বাধীনতা সড়কে অবস্থিত একটি মাদকাসক্তি চিকিৎসা সহায়তা ও পূর্ণবাসন কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটককৃত শরীফুল ইসলাম বিপ্লব নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের লংকারচর গ্রামের বাসিন্দা। সোমবার (২৫ আগস্ট) দুপুরে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাকে পুলিশ আইন ৩৪ (৬) ধারায় গ্রেপ্তার করে।

কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান শিবলী জানান, অনুমতি ছাড়া প্রতিষ্ঠানটির ছবি তুলতে গেলে তার পরিচয় জানতে চাওয়া হয়। এসময় তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন এবং পরবর্তীতে চাঁদা দাবি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হামিমুর রশীদ বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হন তিনি। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় থানাকে অবহিত করা হয়।

- বিজ্ঞাপন -

সদর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। পরে আদালতে সোপর্দ করা হয়।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button