সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুয়াকাটায় মানববন্ধন।

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ও সাংবাদিক আনোয়ারকে হত্যার উদ্দেশ্যে গুরুতরভাবে আহত করার ঘটনায় এবং সারাদেশে চলমান সাংবাদিক নির্যাতন-নিপীড়ন ও হুমকির প্রতিবাদে।
সোমবার (১১ আগস্ট)সকাল ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়েছে।
মানববন্ধনে সাংবাদিকরা সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতন, জুলুম, হত্যার বিচার দাবি করেন, পাশাপাশি সরকারের কাছে সাংবাদিকদের শতভাগ নিরাপত্তার দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে গ্রেফতারকৃত খুনিদের ফাঁসির দাবি জানান। তারা সরকারের কাছে সকল পেশাদার সাংবাদিকদের নিরাপত্তা দাবি জানান। তারা বলেন, সাংবাদিকরা দেশের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকেরা নিজেদের পরিবার পরিজন ছেড়ে জনসাধারণের উপর অনিয়ম, জুলুম নির্যাতন, চাঁদাবাজি বন্ধ করার জন্য কাজ করে যাচ্ছে। অথচ তাদের নিরাপত্তা নাই।
কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন পটুয়াখালী জেলা শাখার সভাপতি ও কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান,কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু,কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইদ প্রমুখ।
কুয়াকাটা প্রেসক্লাবের আয়োজনে কুয়াকাটা এই মানববন্ধন অনুষ্ঠিত হয় পরে প্রেসক্লাব মিলনায়তনে এসে প্রতিবাদ সভা আয়োজন করা হয়।
আপনার মন্তব্য লিখুন