সাংবাদিকদের ঐক্যের বিকল্প নেই: কুয়াকাটায় প্রেস কাউন্সিল চেয়ারম্যান

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মাননীয় বিচারপতি এ.কে.এম আব্দুল হাকিম বলেছেন, দেশে একাধিক সাংবাদিক সংগঠন ও প্রেসক্লাব গড়ে ওঠায় সাংবাদিকদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে। এর ফলে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে এবং অপসাংবাদিকতা বেড়ে যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সাংবাদিকদের ঐক্যের বিকল্প নেই।

- বিজ্ঞাপন -

বুধবার (১ অক্টোবর) সকাল ১১টায় কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের ইনচার্জ নাজমুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

প্রেস কাউন্সিল চেয়ারম্যান আরও বলেন,
“আমি সাংবাদিকদের কল্যাণে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ঘুরে বেড়াচ্ছি, তাদের মতামত নিচ্ছি। আগামী দিনে সাংবাদিকতা বড় চ্যালেঞ্জের মুখে পড়বে, যদি সাংবাদিকরা শিক্ষিত না হন এবং আইন সম্পর্কে অবগত না থাকেন। সাংবাদিকদের আইন জানতে হবে এবং প্রয়োগ করতে হবে।”

তিনি জানান, সাংবাদিকদের জন্য একটি জাতীয় ডাটাবেজ তৈরি করা হচ্ছে, যা বড় চ্যালেঞ্জ হলেও স্বচ্ছ সাংবাদিকতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

- বিজ্ঞাপন -

 

আবুল হোসেন রাজু,

কুয়াকাটা পটুয়াখালী প্রতিনিধি।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button