সহকারী কমিশনারের মানবিক উদ্যোগে বেঁচে গেল কলাপাড়ার টেটাবিদ্ধ কুকুর

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামাইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে এক অজ্ঞাত ব্যক্তি নির্মমভাবে একটি কুকুরকে টেটা (বর্শার মতো মাছ ধরার যন্ত্র) দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। বিষয়টি জানাজানি হলে মানবিক উদ্যোগ গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব ইয়াসিন সাদেক। তিনি দ্রুত ঘটনাটি নজরে এনে স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন “অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী”-কে আহত কুকুরটির চিকিৎসার নির্দেশ দেন এবং উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তদারকি করেন।
সংগঠনটির প্রাণী চিকিৎসা প্রদানকারী সদস্য মোঃ কাওসার ওরফে হৃদয় জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পুকুরপাড়ে টেটাবিদ্ধ অবস্থায় কুকুরটিকে পড়ে থাকতে দেখেন। পরে তিনি আহত কুকুরটিকে উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা শেষে রাত আনুমানিক ১০টার দিকে কুকুরটিকে নিজ হেফাজতে নিয়ে আসা হয়। বর্তমানে কুকুরটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে এবং তার চিকিৎসা ও যত্ন অব্যাহত রয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব ইয়াসিন সাদেক বলেন, “এ বিষয়ে বায়েজিদ মুন্সী আমাকে অবহিত করলে আমি দ্রুত প্রাণিসম্পদ বিভাগের সহকর্মীদের সহযোগিতার আহ্বান জানাই। অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্য এবং প্রাণিসম্পদ অধিদপ্তর, কলাপাড়ার সহযোগিতায় কুকুরটির সুচিকিৎসা নিশ্চিত করা হয়েছে। ভবিষ্যতেও উপজেলা প্রশাসন কলাপাড়ায় প্রাণিকল্যাণ কার্যক্রম অব্যাহত রাখবে।”
তিনি আরও বলেন, “প্রাণী আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। তাদের প্রতি সহানুভূতিশীল ও দায়িত্বশীল আচরণ মানবতার প্রতিফলন। উপজেলা প্রশাসন কলাপাড়া ভবিষ্যতেও প্রাণিকল্যাণ, সচেতনতা বৃদ্ধি ও উদ্ধার কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করবে।”
প্রশাসনের দ্রুত পদক্ষেপ ও প্রাণিপ্রেমী সংগঠনের সহযোগিতায় আহত কুকুরটির প্রাণরক্ষা হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও প্রশংসার সঞ্চার হয়েছে।
আপনার মন্তব্য লিখুন