সরকার নিরপেক্ষ নয়, আসিফ ও মাহফুজকে পদত্যাগ করতে হবে: ইশরাক

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন এই সরকার নিরপেক্ষ নয়, তা সবার সামনে উন্মোচিত হলো। আমরা কি আরেকটা স্বৈরাচারী সরকার তৈরি হতে দিতে পারি? আমরা হাসিনাকে যেভাবে বিদায় করেছি সেভাবে সকল স্বৈরাচার সরকারকে বিদায় করতে পারব।
আজ বুধবার (২১ মে) রাতে রাজধানীর কাকরাইলে বিক্ষোভ সমাবেশে এ সব কথা বলেন তিনি।
ইশরাক হোসেন বলেন, ‘একটি নতুন দল গঠন হয়েছে সেটাকে আমরা স্বাগত জানাই। তাদের নিয়ে আমি আশাবাদী ছিলাম। কিন্তু দলগঠন করার পর সরকারের মধ্যে এদের অংশ রয়ে গেছে। বিএনপি যাতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় না আসতে পারে সেজন্য তারা মদদ দিচ্ছে।’
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দেবে সেটাই মানতে হবে। নির্বাচন কমিশনের ওপর চাপ প্রয়োগ করছে। তাহলে কী আশা করা যায় যে, এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন হতে পারে?’
আপনার মন্তব্য লিখুন