সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীকে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিল ইসলামী ছাত্রশিবির গলাচিপা উপজেলা শাখা

গলাচিপা উপজেলা শিবিরের উদ্যোগে, জামায়েত নেতা অধ্যাপক ইয়াহিয়া খানের সহযোগিতায় খুলনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সুযোগ পেলো গলাচিপা সরকারি কলেজের শিক্ষার্থী স্মৃতি রানী বালা।
গলাচিপা উপজেলাধীন ডাকুয়া ইউনিয়নের বাসিন্দা নিতেশ চন্দ্র বালার বড় কন্যা, স্মৃতি রানী বালা গলাচিপা সরকারি কলেজ থেকে ২০২৩- ২০২৪ সেশনে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয় ,এরপর খুলনা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে খুলনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সুযোগ পায়, কিন্তু পারিবারিক অস্বচ্ছলতার কারণে এবং নানা জটিলতায় তার ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন বিলীন হওয়ার পথে চালে যাচ্ছিল তার, তখন ইসলামি ছাত্র শিবিরের গলাচিপা উপজেলা দায়িত্বশীলরা এই মেধাবী শিক্ষার্থীর পারিবারিক অস্বচ্ছলতার কথা জানতে পেরে স্মৃতি রানী বালার মেধাকে বিকশিত করার লক্ষ্যে আর্থিক সহায়তার মাধ্যমে তার ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্নকে পূর্ণ জীবিত করার প্রয়াস চালায়।
গতো ৯ তারিখ স্মৃতি রানী বালার পারিবারিক অস্বচ্ছলতার কথা শুনে গলাচিপা উপজেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ তার বাসায় খোঁজখবর নেয়ার জন্য গমন করেন, তারা সকল সমস্যার কথা শুনে , সবেক শিবিরের জেলা সভাপতি ও জামায়েতে ইসলামি পটুয়াখালী জেলার অন্যতম নেতা ইয়াহিয়া খানের নিকট স্মৃতি রানী বালার সকল সমস্যার কথা জানান, তখন তিনি ছাত্র শিবিরের নেতৃবৃন্দকে আর্থিক সহায়তা করার অঙ্গীকার করেন এবং গতোকাল বাদ মাগরিব তার অফিসে স্মৃতি রানী বালাকে ঢেকে এক কালিন ১০০০০ টাকা প্রদান করেন এবং ভবিষ্যতে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ বিষয়ে স্মৃতি রানী বলার কাছে জানতে চাইলে তিনি জানান, ইসলামি ছাত্র শিবির একটি ইসলামি ছাত্র সংগঠন হয়েও যেভাবে আমার দুর্বিষহ অবস্থায় আমার পাশে দাঁড়িয়েছে তা আমি কখনও ভুলবো না, আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হয় দেশ ও জাতির কল্যাণে নিজেকে বিলিয়ে দিবো।
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক পটুয়াখালী জেলা শিবিরের সভাপতি ও পটুয়াখালী জেলা জামায়েত নেতা অধ্যাপক ইয়াহিয়া খান, ইসলামি ছাত্র শিবির গলাচিপা উপজেলা শাখার সেক্রেটারি কাজী খায়রুল হাসান, অফিস সম্পাদক সিফাত, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা জাকির হোসেন সেক্রেটারি সানাউল্লাহ সামীম, সরকারি কলেজের শিক্ষক অধ্যাপক খলিলুর রহমান,জামায়াতে নেতা হাফেজ ফেরদৌস সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
আপনার মন্তব্য লিখুন