For Advertisement
সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন সম্ভব নয়: অ্যাডভোকেট নুরুল ইসলাম

নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণাঙ্গ সংস্কার ছাড়া দেশে সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম।
শনিবার (৫ এপ্রিল) সকালে রাজবাড়ীর পাংশা শিল্পকলা একাডেমিতে পাংশা পৌর জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
অ্যাডভোকেট নুরুল ইসলাম বলেন, “বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আওয়ামী লীগ রাতের ভোটে ক্ষমতায় এসেছে। সেই ভোটে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর অনেকেই সহায়তা করেছে। এখনো তারা দায়িত্বে বহাল রয়েছেন। ফলে সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হিসেবে এই প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত সংস্কার অত্যাবশ্যক।”
তিনি আরও বলেন, “মানুষ যেন নিজের ভোট নিজে দিতে পারে, সেই পরিবেশ তৈরি করতে হবে। ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলে আর কেউ জোর করে ক্ষমতায় আসতে পারবে না।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাংশা পৌর জামায়াতের আমীর কাজী ফরহাৎ জামিল। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের সাবেক জেলা আমীর মো. আখতারুজ্জামান।
এছাড়া বক্তব্য রাখেন ঢাকা উত্তর সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন, জেলা সেক্রেটারি মো. আলিমুজ্জামান, পাংশা উপজেলা আমীর মো. সুলতানা সালাউদ্দিন টুকু, পৌর নায়েবে আমীর মো. মঞ্জুর রহমান প্রমুখ।
For Advertisement
Unauthorized use of news, image, information, etc published by দৈনিক আমাদের পটুয়াখালী is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.
Comments: