শুক্রবার ২৩ মে, ২০২৫

For Advertisement

শেরে বাংলা স্মৃতি পদকে ভূষিত হলেন বিএনপি নেতা গাজী ফারুক

২৬ জানুয়ারি, ২০২৫ ১০:১৮:০৯

শেরে বাংলা স্মৃতি পদকে ভূষিত হয়েছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কৃতি সন্তান কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক। শনিবার বিকেলে ঢাকার পুরানা পল্টন এলাকার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে শেরে বাংলা একে ফজলুল হক স্মৃতি পরিষদের আয়োজনে তাকে এ পদক হিসেবে ক্রেষ্ট ও প্রশংসাপত্র প্রদান করা হয়। সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের কর্মজীবন শীর্ষক আলোচনা সভা শেষে তাকে এ পদে ভূষিত করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ছিদ্দিকুর রহমান মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসি চেয়ারম্যান শেরে বাংলার দৌহিত্র সৈয়দ মান্ডুক মোর্শেদ। এছাড়া এসময় বিভিন্ন সরকারী দপ্তর ও সামাজিক সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএনপি নেতা গাজী ফারুক এ পদে ভূষিত হওয়ায় উচ্ছসিত কলাপাড়া উপজেলা ও পৌর বিএনপি’র নেতা কর্মীরা।
জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ ও মর্যাদা অক্ষুণ্ণ রেখে সততার সঙ্গে দীর্ঘ ৪৪ বছর ধরে রাজনীতি করছেন গাজী ফারুক। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সমাজসেবা করছেন। গাজী ফারুক ছাত্র জীবন থেকেই রাজনীতি শুরু করেন। ১৯৮১ সালে তিনি খেপুপাড়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৩ সালে মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্র দলের সভাপতি, ১৯৮৫ সালে কলাপাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি ও ১৯৯৩ সালে উপজেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন। পরে ২০০৩ সাল থেকে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে উপজেলা যুবদল ও উপজেলা বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২২ সাল থেকে তিনি কলাপাড়া পৌর বিএনপির সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।
কলাপাড়া পৌর বিএনপির সহ-সভাপতি কবির তালুকদার বলেন, রাজনৈতিক ক্যারিয়ারে গাজী ফারুকের কোন দুর্নাম নেই। তিনি সততার সঙ্গে রাজনীতি করছেন। তাকে পদকে ভূষিত করায় আমরা বিএনপির নেতাকর্মীরা অনেক আনন্দিত। কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার বলেন, গাজী ফারুক সততা ও নিষ্ঠার সঙ্গে রাজনীতি করছেন। সেই সঙ্গে তিনি সমাজসেবা করছেন। করোনার সময় তিনি মানুষের বাড়ি বাড়ি ঘুরে খোজ খবর নিয়েছেন এবং সাধ্য অনুযায়ী অনেক অসহায় মানুষকে সহযোগীতা করেছেন। তাকে শেরে বাংলা পদক প্রদান করায় আমরা কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

Unauthorized use of news, image, information, etc published by দৈনিক আমাদের পটুয়াখালী is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.


Comments:

Latest

For Advertisement

প্রকাশক: মাহমুদ হোসাইন
সম্পাদক : সিকদার জোবায়ের হোসেন।   স্বত্বাধিকারী : পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন।    

Developed by RL IT BD