শীতকালে মাইগ্রেন থেকে রেহাই পেতে যা করবেন

শীতকালে মাথাব্যথা অনেকেরই নিত্যসঙ্গী। কারণ শীতে মাইগ্রেনের ব্যথা কমানোর জন্য বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। বিশেষ করে মাথা ও কান ঢেকে রাখা। বাইরে বের হলে মাফলার, টুপি কিংবা হুডি ব্যবহার করুন, যাতে আপনার ঠান্ডা বাতাস সরাসরি কান কিংবা মাথায় না লাগে। মাইগ্রেন প্রতিরোধের উপায় হচ্ছে—শরীরে পানির অভাব হতে না দেওয়া সবচেয়ে বড় পদক্ষেপ। শীতে তৃষ্ণা কম পাওয়ায় পানি কম খাওয়া হয়, যা ডিহাইড্রেশন সৃষ্টি করে মাইগ্রেন বাড়াতে পারে। তাই পর্যাপ্ত পানি পান করা উচিত।

- বিজ্ঞাপন -

আর শীতকালে ভিটামিন ডি’র অভাব দেখা দিতে পারে, যা মাইগ্রেনের একটি অন্যতম কারণ। দুপুরে কিছুক্ষণ রোদে থাকুন বা ডাক্তারের পরামর্শে সাপ্লিমেন্ট নিন। আর অতিরিক্ত চা বা কফি এড়িয়ে চলুন। ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খান। যেমন— বাদাম, পালংশাক ও কলা খাদ্যতালিকায় রাখুন। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুমানোর চেষ্টা করুন। অনিয়মিত ঘুম মাইগ্রেনের ব্যথা ট্রিগার করে। সে জন্য তীব্র সুগন্ধি ও ধোঁয়া থেকে দূরে থাকা উচিত। কারণ শীতে বদ্ধ ঘরে রুম ফ্রেশনার বা ধূপের তীব্র গন্ধ অনেক সময় মাথাব্যথার কারণ হয়।

যদি ব্যথা তীব্র হয় এবং সাধারণ ঘরোয়া উপায়ে না কমে, তবে দ্রুত একজন স্নায়ুরোগ বিশেষজ্ঞ চিকৎসকের পরামর্শ নিন। বিএসএমএমইউয়ের (BSMMU) মতো বিশেষায়িত হাসপাতালে যোগাযোগ করতে পারেন। তীব্র ঠান্ডার সঙ্গে মাইগ্রেনের যন্ত্রণা খুব ভোগাচ্ছে জেনে নিন এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া কিছু উপায় দিচ্ছেন—

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button