শরীরে যে লক্ষণগুলো দেখালে হতে পারে কিডনির সমস্যা

দেহ থেকে বর্জ্য পদার্থ বের করে দেওয়া, ইলেক্ট্রোলাইটের ভারসাম্য রক্ষা এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা— এসব গুরুত্বপূর্ণ কাজ করে কিডনি। কিন্তু প্রাথমিক পর্যায়ে কিডনির সমস্যার লক্ষণ ধরা কঠিন হওয়ায় একে প্রায়ই ‘নীরব ঘাতক’ বলা হয়।
বিশেষজ্ঞদের মতে, কিছু উপসর্গের মাধ্যমে কিডনির অসুস্থতা আগেভাগে বোঝা সম্ভব।
১. মূত্রের পরিমাণ কমে যাওয়া: প্রতিদিনের মূত্রের পরিমাণ হঠাৎ কমে গেলে তা কিডনির সমস্যার ইঙ্গিত হতে পারে। মূত্রের সঙ্গে সাদা ফেনা দেখা দিলে বুঝতে হবে প্রোটিন মিশছে।
২. শরীরে ফোলাভাব: পায়ের পাতা, গোড়ালি বা মুখে ফোলাভাব দেখা দিলে সতর্ক হতে হবে। কিডনি ঠিকমতো কাজ না করলে দেহে বর্জ্য জমে ফোলাভাব দেখা দিতে পারে।
৩. অতিরিক্ত ক্লান্তি: নিয়মিত ক্লান্তি বা অবসাদ কিডনির অকার্যকারিতার লক্ষণ হতে পারে। কিডনি সঠিকভাবে কাজ না করলে দেহে বিষাক্ত পদার্থ জমে যায়, যা ক্লান্তি বাড়ায়।
৪. রক্তচাপ বৃদ্ধি: হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে তা কিডনির সমস্যার লক্ষণ হতে পারে।
৫. চোখের নিচে ফোলা ভাব: সকালে ঘুম থেকে ওঠার পর চোখের নিচে ফোলাভাব দেখা দিলে কিডনির সমস্যার সম্ভাবনা থাকতে পারে।
চিকিৎসকরা পরামর্শ দেন— এসব উপসর্গ নিয়মিত দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।




আপনার মন্তব্য লিখুন