লাইভে এসে স্বামীর আত্মহত্যা, ৪৪ মিনিট ধরে দেখেন স্ত্রী-শাশুড়ি!

স্ত্রীর পরকীয়ার জেরে ইনস্টাগ্রামে লাইভে এসে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। স্বামী নিজেকে শেষ করেছেন, সেটি ৪৪ মিনিট ধরে লাইভে দেখেছেন স্ত্রী ও শাশুড়ি। স্বামীকে বাঁচাতে পুলিশ কিংবা পরিবারের কাউকেই কিছু জানালেন না তারা
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ঘটনার পর স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মধ্যপ্রদেশের রেওয়া জেলায় স্ত্রী ও তার শাশুড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে ২৬ বছর বয়সি যুবক ইনস্টাগ্রাম লাইভে এসে আত্মহত্যা করেছেন। সেই সময় তার স্ত্রী স্বামীকে থামানোর চেষ্টা না করে ৪৪ মিনিট ধরে সেই দৃশ্য দেখেন। ঘটনাটি ঘটেছে রেওয়া জেলার সিরমৌর তহসিলের মাহরি গ্রামে।
আপনার মন্তব্য লিখুন