লগি-বৈঠার কালো অধ্যায়ের প্রতিবাদে কুয়াকাটায় জামায়াতে ইসলামী’র প্রতিবাদ সমাবেশ

 

- বিজ্ঞাপন -

আবুল হোসেন রাজু, কুয়াকাটা (পটুয়াখালী)
আওয়ামী লীগের ২০০৬ সালের ২৮ অক্টোবর
লগি-বৈঠার তাণ্ডবে সংঘটিত পৈশাচিক ও ইতিহাসের নৃশংসতম মানবতাবিরোধী হত্যাকাণ্ডের বিচার দাবিতে পটুয়াখালীর কুয়াকাটায় আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টা ১৫ মিনিটে কুয়াকাটা চৌরাস্তায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, কলাপাড়া উপজেলা দক্ষিণ জোনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা নায়েবে আমির মাওলানা মোঃ আব্দুল খালেক ফারুকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলার সেক্রেটারি মাওলানা মোঃ হাবিবুর রহমান,মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম জিহাদী,
সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন,এবং কুয়াকাটা পৌরসভায় মেয়র পদপ্রার্থী মাওলানা মোঃ মাঈনুল ইসলাম মান্নান।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুয়াকাটা পৌর শাখার সভাপতি মাওলানা মোঃ শহিদুল ইসলাম আমিন।
বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার হত্যাযজ্ঞ বাংলাদেশের রাজনীতিতে এক কলঙ্কিত অধ্যায়। তারা বলেন,সে দিনের নিষ্ঠুর গণহত্যার ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে দেশে প্রকৃত গণতন্ত্র ও মানবাধিকারের বিকাশ সম্ভব নয়।
বক্তারা আরও বলেন, ইসলামী আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button