রাঙ্গাবালীর চর আন্ডায় ঘের থেকে ৫ গরু চুরি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর আন্ডা এলাকায় একটি ঘের থেকে গত রাতে পাঁচটি গরু চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত গরুর মালিক রফিকুল ইসলাম বশার জানান, রাতের কোনো এক সময় তার ঘের থেকে মোট ৫টি গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

- বিজ্ঞাপন -

তিনি আরও বলেন, “আমার বড় ধরনের ক্ষতি হলো। বিষয়টি থানা-পুলিশকে অবগত করেছি এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।”

চুরি হওয়া গরুগুলো উদ্ধার ও জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button