রাঙ্গাবালীতে নিখোঁজের ১০ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে নিখোঁজের ১০ দিন পর আবদুর রহিম সরদার (৮০) নামের এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে খালের পাড় থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

- বিজ্ঞাপন -

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আবদুর রহিম সরদার ১০ দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। রবিবার স্থানীয়রা ইউনিয়নের একটি খালের পাড়ে কঙ্কালের কিছু অংশ পড়ে থাকতে দেখেন এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পরিবার সদস্যরা সেটি আবদুর রহিম সরদারের কঙ্কাল বলে শনাক্ত করেন।

এ বিষয়ে ছোটবাইশদিয়া ইউপি চেয়ারম্যান (কামাল পাশা) বলেন, “অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা বিষয়টি প্রশাসনের মাধ্যমে দেখছি।”

স্থানীয়দের দাবি, বৃদ্ধ রহিম সরদার হয়তো অসুস্থ হয়ে খালের পাড়ে পড়ে মারা যান। পরে বন্য প্রাণীরা মরদেহের মাংস খেয়ে ফেলার কারণে কঙ্কাল ছাড়া কিছুই অবশিষ্ট থাকেনি।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) [ এমারত হোসেন ] বলেন, “কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button