রাঙ্গাবালীতে গাঁজাসহ গ্রেফতার একজন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ১কেজি ৬০ গ্রাম গাঁজাসহ তাসলিমা বেগম (৩৭) নামের এক জন নারীকে গ্রেফতার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ। গ্রেফতারকৃত হলেন রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রামের বাসিন্দা বেল্লাল দালালের স্ত্রী তাসলিমা বেগম। মঙ্গলবার ১১টার সময় তাসলিমা কে আদালতে সোপর্দ করা হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৯সময় ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রামে অভিযান চালানো হয়। অভিযানের সময় ব্যাগভর্তি গাঁজা নিয়ে দৌঁড়ে পালানোর সময় হাতেনাতে তাসলিমাকে গ্রেফতার করা হয়।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামীম হাওলাদার বলেন, ১কেজি ৬০গ্রাম গাঁজাসহ গ্রেফতার তাসলিমা নামের এক জন নার এবং তার স্বামী বেল্লালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তার স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। তাসলিমাকে সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন