যেসব ভুলে বিস্ফোরণ হতে পারে ফ্রিজ, এসি, মাইক্রোওয়েভ ওভেন

আমাদের ঘরের প্রতিদিনের জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত ও নির্ভরযোগ্য যন্ত্রপাতিগুলোর মধ্যে অন্যতম হলো রেফ্রিজারেটর (ফ্রিজ) ও এয়ার কন্ডিশনার (এসি)। কিন্তু এই যন্ত্রগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করলে তা হতে পারে ভয়াবহ বিস্ফোরণের উৎস। বিশেষজ্ঞরা বলছেন, সামান্য অসচেতনতা থেকেই ঘটতে পারে বড় দুর্ঘটনা।

- বিজ্ঞাপন -

রেফ্রিজারেটর বিস্ফোরণের অন্যতম কারণ হলো এর কমপ্রেসার ঠিকভাবে কাজ না করা। প্রতিদিন ২৪ ঘণ্টা চালু থাকার ফলে এটি অতিরিক্ত গরম হয়ে গেলে কমপ্রেসারের ওপর চাপ পড়ে, যা পুড়ে যেতে বা ফেটে যেতে পারে—এতে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা তৈরি হয়। বিশেষ করে ১৫ বছরের বেশি পুরনো ফ্রিজ হলে ঝুঁকি বহুগুণে বেড়ে যায়।

আরেকটি বড় বিপদের উৎস হলো কুলিং গ্যাস লিক। যদি এই গ্যাস বাতাসে ছড়িয়ে গিয়ে কোনও স্পার্ক বা আগুনের সংস্পর্শে আসে, তাহলে তা অবধারিতভাবে বিস্ফোরণের কারণ হতে পারে।

এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রেও সতর্কতা জরুরি। ছোট ঘরে অধিক ক্ষমতাসম্পন্ন এসি লাগালে তা অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণের ঝুঁকি বাড়ায়। তাই ঘরের আয়তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এসি বেছে নেওয়া উচিত। এছাড়াও নিয়মিত কন্ডেন্সার পরিষ্কার রাখা, কমপ্রেসারে উচ্চ তাপমাত্রা বা প্রেসার থাকছে কি না তা বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা করানো এবং এসির পাইপলাইনে কোনো ব্লকেজ থাকলে দ্রুত মেরামত করাও অত্যন্ত জরুরি।

এছাড়া গ্যাস লিকেজজনিত দুর্ঘটনা এড়াতে রান্নাঘরের জানালা ও দরজা খোলা রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রান্নার আগে-পরে গ্যাস সিলিন্ডার এবং চুলার সংযোগ ভালোভাবে পরীক্ষা করে দেখা উচিত। কোনও লিক পেলে তাৎক্ষণিক মেরামত বা প্রতিস্থাপন করা প্রয়োজন।

- বিজ্ঞাপন -

সতর্ক থাকতে হবে মাইক্রোওয়েভ, ব্লেন্ডারসহ অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতির ব্যবহারেও। এসব যন্ত্র ব্যবহারের সময় সঠিক ভোল্টেজ নিয়ন্ত্রণ রাখা না হলে যেকোনো মুহূর্তে শর্ট সার্কিট কিংবা আগুন লেগে যেতে পারে।

একজন বিশেষজ্ঞ বলেন, “ইলেকট্রিক যন্ত্র আমাদের জীবনকে সহজ করে তুললেও, সঠিক ব্যবহার এবং রক্ষণাবেক্ষণ না করলে তা ভয়ংকর বিপদে রূপ নিতে পারে।”

পরিশেষে বলা যায়, প্রযুক্তির সুবিধা পেতে হলে এর ব্যবহার ও নিরাপত্তা সম্পর্কেও সমানভাবে সচেতন থাকা প্রয়োজন। নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং সতর্কতা অবলম্বনই পারে দুর্ঘটনাকে প্রতিরোধ করতে।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button